
ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে মারামারি-হানাহানি থাকবে না: মুফতি ফয়জুল করীম
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশে কোনো মারামারি-হানাহানি-কাটাকাটি কিছুই থাকবে না। দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেখানে জানমালের নিরাপত্তা পাবে, সেখানেই ভোট দেবে। হিন্দুরাও যেখানে নিরাপত্তা পাবে, সেখানেই ভোট দেবে।
শনিবার বিকাল ৪টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, ৫৪ বছরে যে বাংলাদেশে উন্নয়ন হয়নি, ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে সেই উন্নয়ন আগামী ৫/১০ বছরেই সম্ভব। আমাদের লক্ষ্য কেবল রাস্তা-ঘাট নির্মাণ নয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।
ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন ও রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী জাকির হোসাইন পাটোয়ারী প্রমুখ।