মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়ায় আজ ১৯ এপ্রিল শনিবার এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওসার উদ্দীন আহাম্মদ।
আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়ার পার্টনার প্রকল্পের মুগডাল শস্য প্রদর্শনী মাঠে দুপুরবেলা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষক-কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে পার্টনার প্রকল্পের পরিচালক ড. জগদীশ চন্দ্র বর্মন ও উপ-প্রকল্প পরিচালক ড. মো. ফারুক হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বরিশালের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, আমুয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. নাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাছিবুর রহমান, অদিতি রায় ও মো. জাহিদুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পার্টনার প্রকল্পের আওতায় বারি মুগ-৬ ও ৮ প্রকল্পের শস্য ক্ষেত পরিদর্শন করেন।