মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত নির্জন সিকদারের জামিন বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা জজ আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একটি শিশুর উপর এমন ঘৃণ্য কাজের চেষ্টাকারী কোনোভাবেই জামিনে থাকতে পারে না। তারা অবিলম্বে নির্জন সিকদারের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণের এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। শিশুটির মায়ের অভিযোগ, আসামি পক্ষের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য তাকে ভয়ভীতি দেখাচ্ছে। মানববন্ধনে আবির লস্কর ও আবদুল কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ১০ মার্চ উত্তর চেঁচরী গ্রামের চার বছর বয়সী শিশুটিকে টমেটো খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন সিকদার ধর্ষণচেষ্টা করে বলে অভিযোগ করেন শিশুটির মা দোলা দাস। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ নির্জনকে আটক করে আদালতে পাঠালে সে জামিন পায়। অভিযুক্ত নির্জন সিকদার উত্তর চেঁচরী গ্রামের বিপ্লব সিকদারের ছেলে।