মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় এক বিএনপি নেতার অত্যাচার ও নির্যাতনের ভয়ে নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় পরিবার। আজ শনিবার (৩ মে) সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার তারাবুনিয়া গ্রামের মোঃ সামছুল আলম হাওলাদারের ছেলে মোঃ নাছির হাওলাদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, জীবিকার তাগিদে তিনি ও তার ভাই ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাড়িতে তাদের বৃদ্ধ বাবা-মা এবং স্ত্রী-সন্তান বসবাস করেন।
লিখিত বক্তব্যে নাছির হাওলাদার অভিযোগ করেন, তাদের প্রতিবেশী সোহরাব হাওলাদারের ছেলে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হাওলাদার জোরপূর্বক তাদের জমিতে ঘর তুলেছেন, পুকুর কেটেছেন এবং বেশ কিছু তালগাছ কেটে নিয়ে গেছেন। তিনি আরও অভিযোগ করেন, জুয়েলের সন্ত্রাসী বাহিনী তাদের বৃদ্ধ বাবা-মাকে প্রতিনিয়ত হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে। একাধিকবার তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, যার ফলে তাদের পিতা-মাতা, স্ত্রী ও ছোট সন্তানরা সর্বদা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলনে অসহায় নাছির হাওলাদার ও তার পরিবার প্রধান উপদেষ্টার কাছে ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন।
এ সময় সংবাদ সম্মেলনে নাছির হাওলাদারের পিতা মোঃ সামছুল আলম হাওলাদার ও মাতা শেফালী বেগম উপস্থিত ছিলেন।