হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার মহজমপুর গ্রামে আজ বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে মোঃ মাহমুদুল হাসান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাহমুদুল ওই গ্রামের মোঃ ইসমাইল হোসেন খানের একমাত্র পুত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মাহমুদুল বাড়ির পাশে পুকুরে খেলা করছিল এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা ইসমাইল খান জানান, তিনি কাজের জন্য বাইরে ছিলেন এবং খবর পেয়ে দ্রুত বাড়ি ফেরেন। এই অপ্রত্যাশিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাইমচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হয়নি। শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।