হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন স্বরূপ মুহুরী।
আজ বুধবার (৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা নবাগত সহকারী কমিশনার ভূমি স্বরূপ মুহুরীকে ফুলের শুভেচ্ছা জানান।

পরবর্তীতে, উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকেও তাকে উষ্ণ ফুলের শুভেচ্ছা জানানো হয়।
যোগদানের পূর্বে স্বরূপ মুহুরী চট্টগ্রাম জেলার কাপ্তাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।