হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা, মুজাদ্দিদে জামান, কুবুল আলম, বাহরে শরীয়ত, আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ রহ.-এর স্মরণে এক বিশাল ঈছালে ছাওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার উদ্যোগে আজ ৭ মে বুধবার বাদ যোহর থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত এই মাহফিল চলে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে মূল্যবান আলোচনা পেশ করেন আমীরে হিযবুল্লাহ, আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) পীর ছাহেব, ছারছীনা দরবার শরীফ।
এছাড়াও, মরহুম পীর ছাহেব কেবলার সফরসঙ্গী ও দেশ বরেণ্য খ্যাতনামা ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। মাহফিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক আলেম-ওলামা ও দ্বীনদার মুসলমান অংশগ্রহণ করেন।্
আয়োজকরা জানান, মরহুম পীর ছাহেব কেবলার রুহের মাগফেরাত কামনা এবং দ্বীনি আলোচনা শোনার জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাহফিলটি অত্যন্ত শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়েছে।