নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি সবুজ ক্বারী ও সোহাগ ক্বারীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া নিশ্চিত করেছেন যে, রোববার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে, শনিবার দিবাগত রাত আড়াইটায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী ক্বারী বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো: সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী ক্বারী বাড়ীর মৃত বিল্লাল ক্বারীর ছেলে সবুজ ক্বারী ও তার ভাই সোহাগ ক্বারী। শনিবার পুলিশের উপর হামলার ঘটনায় এক এসআই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, যার নং-২৮।
পুলিশ জানায়, গত (৮ মে) বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মাদক মামলা নং-৩১, (জি আর ১২০)-এর ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ ক্বারীকে আটক করতে শাহতলী ক্বারী বাড়িতে অভিযান চালায়। এসময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা করে সবুজ ক্বারীকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল জাকির হোসেন গুরুতর আহত হন। পরবর্তীতে, শনিবার দিবাগত রাত আড়াইটায় চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়ার নেতৃত্বে আসামিদের ধরতে পুনরায় অভিযান চালানো হয়। অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ ক্বারী ও তার ভাই সোহাগ ক্বারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ আরও জানায়, আসামি সবুজ ক্বারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে মোটর সাইকেল চুরির ঘটনায় মামলা নং-৪৭, জি আর-৪২০ দায়ের করা হয়েছে। অন্যদিকে, সোহাগ ক্বারীর বিরুদ্ধে মোটর সাইকেল চুরি মামলা নং-৪৭, জিআর-৪২০ ও বসতঘরে চুরি মামলা নং-২৩, জিআর ২৩ রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, “গত ৩ দিন পূর্বে থানার একটি চৌকস টিম ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি সবুজ ক্বারীকে আটক করতে যায়। এক পর্যায়ে সবুজ ক্বারী ও তার ভাই সোহাগ ক্বারীসহ কয়েকজন পুলিশের কাজে বাধা দেয়।” তিনি আরও জানান, শনিবার পুনরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সবুজ ক্বারীর বিরুদ্ধে মাদক ও মোটর সাইকেল চুরিসহ ৭টি এবং তার ভাই সোহাগ ক্বারীর বিরুদ্ধে মোটর সাইকেল ও বসতঘরে চুরিসহ ২টি মামলা রয়েছে। এছাড়াও, পুলিশের উপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।