হাজিগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ
মাদকদ্রব্য নির্মূলের লক্ষ্যে গতকাল ১৪ মে হাজিগঞ্জে এক যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বে এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের একটি দল অংশগ্রহণ করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলামের সমন্বয়ে গঠিত এই দল হাজিগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে উপজেলার টোরাগড় মজুমদার বাড়ির রিয়াজ মজুমদার রনি (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম একটি প্রসিকিউশন রিপোর্ট দাখিল করলে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক বিচার কার্যক্রম সম্পন্ন করেন। বিচারে আসামি রিয়াজ মজুমদার রনিকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও কিছুদিন কারাভোগ করতে হবে। গ্রেপ্তারের পর পরই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।