চাঁদপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম বিমানবন্দরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুব আলম থাইল্যান্ডে যাওয়ার সময় বৃহস্পতিবার (১৫ মে) সকালে বিমানবন্দরে আটক হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

জানা গেছে, ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। বিকেল সাড়ে ৫টার দিকে ওই অনুষ্ঠানে যাওয়ার পথে বদরপুর এলাকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী পৌঁছালে আওয়ামী লীগের ৪০-৫০ জন যুবক তাদের গাড়িতে হামলা ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং আসামীরা অস্ত্র, পিস্তল, রিভলবার ও শর্টগান দিয়ে আক্রমণ করে ২৭ জনকে জখম করে। এ ঘটনায় উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিদপুর গ্রামের জিনাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও সাবেক এমপি ড. সলিম মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম ও মো. নাজমুল আলম স্বপনসহ ৮৯ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৫শ জনকে আসামী করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ন্যায় বিচার পাওয়ার আশায় মামলা দায়ের করেন বলে এজহারে উল্লেখ করেন বাদী।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়ে আমরা বিমানবন্দরে ইমিগ্রেশনে দায়িত্বরত অফিসারদের চিঠি দিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে শাহজালাল বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আমাদের থানা থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Categories

On Key

Related Posts

হাইমচরে শ্রেষ্ঠ জনপ্রতিনিধি ও সমাজসেবক সম্মাননা পেলেন মোহাম্মদ আলী আখন

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের শ্রেষ্ঠ জনপ্রতিনিধি ও সমাজ সেবক হিসেবে সম্মাননা ক্রেস্ট অর্জন করেছেন ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য

চাঁদপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম বিমানবন্দরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুব আলম থাইল্যান্ডে যাওয়ার সময় বৃহস্পতিবার (১৫ মে) সকালে বিমানবন্দরে আটক হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া

হাজিগঞ্জে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেপ্তার, ১০ দিনের কারাদণ্ড

হাজিগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ মাদকদ্রব্য নির্মূলের লক্ষ্যে গতকাল ১৪ মে হাজিগঞ্জে এক যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বে

হাইমচরকে আমি আমার নিজের মতো করে ভালোবেসেছি: ইউএনও উম্মে সালমা নাজনীন তৃষা

হাইমচরে উপজেলা পরিষদের নতুন সম্মেলন কক্ষের উদ্বোধন হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী

Contact

Social

© Copyright 2024 banglaralo24tv. All right reserved.