
১৯ জুলাই বাংলার মানুষের মুক্তির সমাবেশ: মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী
চাঁদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি ঐতিহাসিক জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। এই সমাবেশকে “বাংলার মানুষের মুক্তির সমাবেশ” হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
চাঁদপুরে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে মাওলানা মিয়াজী বলেন, বাংলাদেশের ইতিহাসে এই সমাবেশ স্মরণীয় হয়ে থাকবে। তিনি জেলার সকল থানা ও সর্বস্তরের জনগণকে নির্ধারিত সময়ের আগেই সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান। তিনি শৃঙ্খলাবদ্ধভাবে সমাবেশে যোগদান এবং নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান এবং আল্লাহর সাহায্য কামনা করেন।
চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সদর আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ বিভিন্ন উপজেলার আমির ও সেক্রেটারি বৃন্দ।