
কাঁঠালিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রশাসন এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী এই ২১ জন শিক্ষার্থীকে প্রথমে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং পরে তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. শাহ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মং চেনলা, এবং দুই শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন অহনা ও আশিকুর রহমান নাহিদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭ জন, মাদ্রাসা থেকে ২ জন এবং এসএসসি ভোকেশনাল থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মাদক ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনে তাদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।