
নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধিঃ
আজ সকাল ১১টায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
সভায় মে ও জুন ২০২৫ মাসের অপরাধ দমন, সার্বিক মূল্যায়ন এবং বিশেষ কার্যক্রমের ভিত্তিতে ২৯ জন পুলিশ অফিসার ও ফোর্সকে সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। সম্মানিত পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোহাম্মদ ফয়েজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব আ, ন, ম, ইমরান খান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), এবং জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।