
বিদেশি ও নির্দিষ্ট শ্রেণির করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অব্যাহতি দিলো এনবিআর।
ডেক্স রিপোর্টঃ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি এক বিশেষ আদেশ জারি করে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া থেকে অব্যাহতি দিয়েছে। এর ফলে, এখন থেকে তারা কাগজের মাধ্যমে ম্যানুয়ালি রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরের এই নতুন সিদ্ধান্তের ফলে মোট পাঁচটি শ্রেণি অনলাইনে বাধ্যতামূলক রিটার্ন দাখিল থেকে অব্যাহতি পেল। অন্য চারটি শ্রেণি হলো:৬৫ বছর বা তার বেশি বয়সী জ্যেষ্ঠ নাগরিক, শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা (যাদের বৈধ সনদ আছে), বিদেশে বসবাসকারী বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে তার আইনি প্রতিনিধি । তবে, এনবিআর স্পষ্ট করে জানিয়েছে, এই অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিরা চাইলে অনলাইনেও রিটার্ন দাখিল করতে পারবেন।
এছাড়া, ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে যারা অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন না, তারাও ৩১ অক্টোবর, ২০২৫ সালের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে আবেদন করে কাগজের মাধ্যমে রিটার্ন জমা দেওয়ার অনুমতি নিতে পারবেন।