
রাজাপুরে বিএনপি ও যুবদলের পৃথক র্যালি ও পথসভা
মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধিঃ
‘জুলাই গণঅভ্যুত্থানের’ বর্ষপূর্তি উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে বিএনপি ও যুবদল পৃথকভাবে র্যালি ও পথসভা করেছে। বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।
রাজাপুর উপজেলা বিএনপির একাংশের আয়োজনে একটি র্যালি সরকারি কলেজ থেকে শুরু হয়ে বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি নেতা কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আজম সৈকত এবং ব্যারিস্টার মঈন ফিরোজী।
বক্তারা রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্রের কড়া সমালোচনা করে বলেন, তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। তারা অভিযোগ করেন যে, ৫ তারিখের আগে সাভারে ইউএনও থাকাকালীন সময়ে তার নির্দেশে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছিল। একইসাথে তারা বলেন, বিএনপিকে বিভক্ত করার উদ্দেশ্যে ইউএনও একই দিনে ভিন্ন ভিন্ন দলকে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছেন। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তারা দাবি করেন।
অন্যদিকে, ‘জুলাই/২৪ বিপ্লবের’ কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর উপজেলা যুবদলও একটি র্যালি ও পথসভা করেছে। বুধবার বিকেলে বাঘরি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে মেডিকেল মোড় ও বাজারের ভেতর দিয়ে পুনরায় একই স্থানে ফিরে আসে। পথসভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ এবং সদস্য সচিব সৈয়দ নাজমুল হক বক্তব্য রাখেন।