
অণ্ডকোষ চেপে ধরে অটোরিকশা চালক হাবিবউল্লাহকে খুন! হত্যাকারী কামাল মিরা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তরে পুকুরে ভাসমান মরদেহের পাশে পাওয়া মুঠোফোনের সূত্র ধরে হাবিবউল্লাহ হত্যাকাণ্ডের ২১ ঘণ্টার মধ্যেই খুনি কামাল মিরাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এ তথ্য জানান।
পুলিশ জানায়, নিহত হাবিবউল্লাহ (৫০) পেশায় অটোরিকশা চালক ছিলেন। কামাল মিরা (৫৬), যিনি নারায়ণগঞ্জের একটি ছাপাখানার কর্মচারী, দ্বিতীয় বিয়ের জন্য হাবিবউল্লাহকে ঘটক ধরেছিলেন। কনে দেখানোর কথা বলে হাবিবউল্লাহ দুই দফায় কামাল মিরার কাছ থেকে মোট ১০ হাজার টাকা নেন। গত ১১ জুলাই হাবিবউল্লাহ কামাল মিরাকে মতলব উত্তরে তার শ্বশুরবাড়িতে নিয়ে যান কনে দেখানোর জন্য। সেখানে কনে না দেখে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। একপর্যায়ে হাবিবউল্লাহ কামাল মিরার হাতের আঙুল কামড়ে দিলে ক্ষিপ্ত হয়ে কামাল মিরা হাবিবউল্লাহ’র অণ্ডকোষ চেপে ধরেন, এতে হাবিবউল্লাহর মৃত্যু হয়। এরপর কামাল মিরা মরদেহ পুকুরে ফেলে পালিয়ে যান।l
ঘটনার পর নিহত হাবিবউল্লাহর স্ত্রী মনোয়ারা বেগম মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কামাল মিরাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল মিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পরে তাকে চাঁদপুরের আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং তাকে কারাগারে পাঠানো হয়।