
চাঁদপুরে কারাগারেই সম্পন্ন হলো মামাতো-ফুফাতো ভাই-বোনের অসমাপ্ত বিয়ে।
স্টাফ রিপোর্টার:
পরিবারের অমতে গোপনে বিয়ে করা এবং পরবর্তীকালে মামলায় জড়িয়ে কারাগারে যাওয়া মো. হাসনাতের (২১) সঙ্গে তার মামাতো-ফুফাতো বোন আকলিমার (২২) আনুষ্ঠানিক বিয়ে ও কাবিননামা সম্পন্ন হয়েছে। উভয় পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্বের মীমাংসা হওয়ার পর আদালতের নির্দেশে রবিবার (১২ অক্টোবর) চাঁদপুর জেলা কারাগারের অভ্যন্তরে এই শুভ কাজটি সম্পন্ন হয়। বর্তমানে কারাবন্দী থাকা অবস্থায় বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন এই দম্পতি।
জানা যায়, হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রামের আকতার হোসেনের ছেলে মো. হাসনাত একই বাড়ির বাক প্রতিবন্ধী আকলিমা মো. মাসুদের মেয়ে। সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন হলেও ভালোবেসে তারা গোপনে বিয়ে করেন। কিন্তু সেই সময় তাদের কোনো কাবিননামা হয়নি। এই বিয়ে নিয়ে উভয় পরিবারে তীব্র দ্বন্দ্ব শুরু হয়। ইতোমধ্যে তাদের ঘরে এক সন্তানের জন্ম হয়েছে।
পরিবারের এই বিরোধ শেষ পর্যন্ত আদালতে গড়ায়। আকলিমার বাবা ২০২৪ সালের ২৪ জুন চাঁদপুর আদালতে মামলা করেন। এর ফলে মো. হাসনাতকে আটক করা হয় এবং দুই দিন পর, অর্থাৎ ২০২৪ সালের ২৬ জুন আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সেই থেকে তিনি এখনো কারাবন্দী রয়েছেন।
দীর্ঘদিন ধরে চলা উভয় পরিবারের দ্বন্দ্ব অবশেষে শেষ হয়। এরপর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারকের আদেশে রবিবার দুপুরে চাঁদপুর জেলা কারাগারে উভয়ের বিয়ে ও কাবিননামা সম্পন্ন হয়।
৫ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে এ বিয়ে হয়, যার মধ্যে ৫০ হাজার টাকা উসুল ধরা হয়েছে। বিয়ে ও কাবিননামায় স্বাক্ষর করার সময় বর মো. হাসনাত এবং কনে আকলিমাকে বেশ উৎফুল্ল দেখা যায় বলে জানান উপস্থিত স্বজনরা।
এদিন জেলা ম্যাজিস্ট্রেটের একজন প্রতিনিধি, সহকারী কমিশনার এবং জেলা সমাজসেবা বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই বিয়ে সম্পন্ন হয়। এ সময় বর ও কনেপক্ষের বাবা, নিকট আত্মীয়রাসহ উভয় পক্ষের গণ্যমান্য এবং স্থানীয় মুরব্বি আবুল বাশার মিজি উপস্থিত ছিলেন।
কারাগারের জেলার মো. জুবাইর জানান, উপস্থিত বর এবং কনেপক্ষের স্বজনদেরকে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।
নবদম্পতির জন্য শুভকামনা জানিয়ে স্বজনরা মনে করছেন, এই আনুষ্ঠানিক বিয়ের পর বর মো. হাসনাতের দ্রুত জামিন এবং মামলাটি নিষ্পত্তির পথে এগিয়ে যাবে।