
গোপালগঞ্জে হামলার নিন্দা ও ১৯শে জুলাইয়ের সমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াতের সমাবেশ
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
১৯শে জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ এবং গোপালগঞ্জে “জুলাই যোদ্ধাদের” ওপর হামলার প্রতিবাদে হাইমচর উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর-হাইমচর ৩ নির্বাচনী আসনের জনগণের মনোনীত এমপি প্রার্থী এবং চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া। আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হোসাইন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন, এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের “জুলাই যোদ্ধাদের” ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি হামলায় জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে তিনি আগামী ১৯শে জুলাই জামায়াতে ইসলামীর সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশ সফল করার জন্য জনতার প্রতি আহ্বান জানান।