
চাঁদপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১২৬ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ৮২১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের অডিটোরিয়ামে পৌচাঁদপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণাচাঁদপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণারসভার প্রশাসক (উপসচিব) মো. গোলাম জাকারিয়া এই বাজেট উপস্থাপন করেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৬ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৪২৫ টাকা।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি নাগরিক সেবা নিশ্চিত করতে সকল নাগরিকের কর পরিশোধের গুরুত্ব তুলে ধরে বলেন, “নাগরিক সেবা নিশ্চিতে আমি মনে করি সকল নাগরিকের টেক্স দেওয়াটা বাধ্যতামূলক হওয়া উচিত, তা না হলে নাগরিক সেবা ব্যাহত হতে পারে।”
জেলা প্রশাসক পৌরসভার ব্যয় সংকোচনের বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি পৌরসভার অর্থায়নে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করার প্রস্তাব দেন, কারণ এতে পৌরসভার অনেক ব্যয় কমবে।
তিনি উল্লেখ করেন, “আমি মনে করি এ প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া উচিত, তাতে করে পৌরসভার অনেক ব্যয় সংকোচন হবে। কারণ শহরের অনেক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে।” তিনি আরও জানান যে পৌরসভার পানির বিল বাড়ানো হয়েছে, কারণ পানি পরিশোধনে অনেক বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় এবং পৌরসভা এখনও পানি সরবরাহে ভর্তুকি দিচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়া। বাজেটকে রাজস্ব বাজেট (পৌরসভার নিজস্ব আয়ের উপর নির্ভরশীল) এবং উন্নয়ন বাজেট (সরকারি সহায়তা ও বিভিন্ন দাতা সংস্থার সহায়তার উপর নির্ভরশীল) এই দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। বাজেট উপলক্ষে চার রঙের একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে যেখানে বাজেটের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
বাজেট ঘোষণার পর একটি উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।