
চাঁদপুরে ছাত্র হিযবুল্লাহর কর্মী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত।
স্টাফ রিপোর্টার:
দেশ ও সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার ২ দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পৌরসভার মির্জাপুর খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।
এর আগে শুক্রবার বিকেলে প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করেন এবং সমাপনী অনুষ্ঠানে দোয়া-মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মুফতি মুহাম্মদ শামছুল আলম মোহেব্বী। তিনি তার বক্তব্যে বলেন, “দেশ ও সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য আদর্শ কর্মী তৈরি অত্যন্ত জরুরি। আজকে ইসলামের নামে অপসংস্কৃতির চর্চা চলছে। সঠিক ইসলামের ব্যাখ্যা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে ছাত্র হিযবুল্লাহকেই ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা গদিভিত্তিক দলীয় রাজনীতি করি না। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সুন্নতে নববীর আদর্শ বাস্তবায়নে কাজ করছি।” মুফতি মোহেব্বী ছাত্র হিযবুল্লাহর প্রতিটি সদস্যকে আদর্শ চরিত্র, শৃঙ্খলা ও ত্যাগের মাধ্যমে নিজেদের গড়ে তোলার এবং পরিবারের সদস্যদের আউলিয়ায়ে কেরামের দেখানো পথে পরিচালিত করতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোঃ আবু ওয়াক্কাস, জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, সাবেক সভাপতি মাওঃ ফরহাদ আলম প্রমুখ।
চাঁদপুর জেলা ছাত্র হিযবুল্লাহরদ আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান ছালেহী, হাইমচর উপজেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মোঃ আলী হোসাইন, কচুয়া উপজেলার সভাপতি মোঃ সাইদুর রহমান তপাদার, মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান রানা প্রমুখ।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং কেন্দ্রীয় সভাপতি ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটির সভাপতি হিসেবে মোঃ হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসানসহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।