
জাতীয় নির্বাচনে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে প্রিজাইডিং অফিসারদের: সিইসি।
স্টাফ রিপোর্টার:
জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের তাদের নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে এবং তাদের ক্ষমতা শতভাগ প্রয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
শনিবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাসহ নির্বাচন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই কঠোর বার্তা
সিইসি বলেন, নির্বাচনের সময় কোনো কেন্দ্রে গণ্ডগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাথে সাথে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দিতে হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে পুরো নির্বাচনের ভোটগ্রহণও বন্ধ করে দেওয়ার ক্ষমতা রয়েছে প্রিজাইডিং অফিসারদের। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা অবস্থা বুঝে সিদ্ধান্ত নিবেন।
প্রধান নির্বাচন কমিশনারের এই নির্দেশনা জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার ক্ষেত্রে নির্বাচন কর্মকর্তাদের ভূমিকা এবং তাদের দায়িত্বের গুরুত্বকে তুলে ধরেছে।