
ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের ইন্তেকাল
মাছুম বিল্লাহ, ঝালকাঠি:
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এবং সাংবাদিকতায় দীর্ঘদিনের পরিচিত মুখ কাজী খলিলুর রহমান আর নেই। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দৈনিক নয়াদিগন্ত, মাছরাঙা টিভি এবং বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ২০ আগস্ট ভোরে ঝালকাঠি শহরের স্টেশন রোডের নিজ বাসভবনে তিনি ব্রেইন স্ট্রোক করেন। প্রথমে তাঁকে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। দীর্ঘ ২০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি না ফেরার দেশে চলে গেলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ:
তাঁর মৃত্যুতে ঝালকাঠি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অনেকে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন স্বপন, ধর্মবিষয়ক উপদেষ্টা রফিকুল ইসলাম জামাল, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি জেবা আমিনা খান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদুল হক, নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ক্বারী ইব্রাহিম আল হাদী, এনসিপি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, সিটি ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক আজাদুর রহমান পান্না, সুগন্ধা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আতিকুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আমিন বাকলাই এবং স্বেচ্ছাসেবক শাকিল হাওলাদার রনিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।