
Oplus_0
মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধিঃ
নিয়োগ বিধি সংশোধন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের ঝালকাঠি শাখার সিনিয়র সহ-সভাপতি সাইদা সুলতানা এবং সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম। বক্তারা দ্রুত তাঁদের দাবিগুলো বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা উল্লেখ করেন, বিগত কোনো সরকারই তাঁদের যৌক্তিক দাবি পূরণ করেনি এবং তাঁরা কর্মক্ষেত্রে এখনো অবহেলিত।