
ডেঙ্গু প্রতিরোধে শাহমাহমুদপুরে বিএনপি'র খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ
ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি এবং কৃষকদের দুর্ভোগ কমাতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনগুলো এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে ইউনিয়নের ঘোষেরহাট থেকে মহামায়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ। এসময় তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন স্থান ধ্বংস করা এবং বৃষ্টির পানি সহজে নিষ্কাশনের মাধ্যমে কৃষকদের দুর্ভোগ কমানোই আমাদের মূল লক্ষ্য। খালের কচুরিপানা ও ময়লা-আবর্জনা জমে থাকার কারণে পানি চলাচল বাধাগ্রস্ত হয়, যার ফলে কৃষকরা সময়মতো ফসল ফলাতে পারেন না।” তিনি আরও জানান, এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে ইউনিয়নের সব স্থানে চালানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল মিজিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান পাটোয়ারী, বিল্লাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতীদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
এই উদ্যোগটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক দলের এমন জনকল্যাণমূলক কার্যক্রম সমাজের অন্য সবার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।