
ঢাবির স্নাতকোত্তর শিক্ষার্থীদের সংবর্ধনা।
ডেক্স রিপোর্টঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবীন স্নাতকোত্তর শিক্ষার্থীদের সংবর্ধনা ও পরিচিতিমূলক অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হয়েছে। সমাজবিজ্ঞান অনুষদসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বরণ করে নিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক সায়েমা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম। ছাত্র পরামর্শ ও নির্দেশিকা কার্যালয়ের পরিচালক অধ্যাপক মেহজাবিন হক সভাপতিত্ব করেন।
অধ্যাপক সায়েমা হক বিদিশা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন হলো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সেরা সময়।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি নিজেদের মধ্যে এবং শিক্ষকদের সঙ্গে সুস্থ ও খোলামেলা সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, জীবনে উত্থান-পতন থাকবেই, কিন্তু তা থেকে নিরুৎসাহিত না হয়ে বরং দক্ষতা বৃদ্ধি ও ব্যক্তিগত বিকাশের দিকে মনোযোগ দিতে হবে।
এছাড়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়বুর রহমান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। নবাগতদের পক্ষ থেকেও দুই শিক্ষার্থী অনুষ্ঠানে বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবীন স্নাতকোত্তর শিক্ষার্থীদের সংবর্ধনা ও পরিচিতিমূলক অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হয়েছে। সমাজবিজ্ঞান অনুষদসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বরণ করে নিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক সায়েমা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম। ছাত্র পরামর্শ ও নির্দেশিকা কার্যালয়ের পরিচালক অধ্যাপক মেহজাবিন হক সভাপতিত্ব করেন।
অধ্যাপক সায়েমা হক বিদিশা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন হলো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সেরা সময়।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি নিজেদের মধ্যে এবং শিক্ষকদের সঙ্গে সুস্থ ও খোলামেলা সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, জীবনে উত্থান-পতন থাকবেই, কিন্তু তা থেকে নিরুৎসাহিত না হয়ে বরং দক্ষতা বৃদ্ধি ও ব্যক্তিগত বিকাশের দিকে মনোযোগ দিতে হবে।
এছাড়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়বুর রহমান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। নবাগতদের পক্ষ থেকেও দুই শিক্ষার্থী অনুষ্ঠানে বক্তব্য দেন।