
তৌহিদি জনতা পরিচয়ে নুরাল পাগলার দরবার শরিফে হামলা।
স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’ এর কবর, বাড়ি ও দরবার শরিফে ‘তৌহিদি জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি হামলা চালিয়েছে। গতকাল শুক্রবার দুপুরের পর এই হামলায় নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে মহাসড়কে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ২১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রথমে একদল লোক নুরাল পাগলার আস্তানায় ঢোকার চেষ্টা করে। এসময় মাজারের ভক্ত ও হামলাকারীদের মধ্যে ইটপাটকেল ছোঁড়াছুঁড়ি হয়। এক পর্যায়ে হামলাকারীরা মাজারের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে ভক্তদের মারধর করে এবং স্থাপনা ভাঙচুর করে। এ সময় পুলিশের ওপর হামলা এবং তাদের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়া এলাকার এই মাজারটি নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মধ্যে মতবিরোধ চলছিল। নুরাল হকের মৃত্যুর পর এই মতবিরোধ আরও তীব্র হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক জানান, এই সমস্যার সমাধানে দুই পক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনাও হয়েছিল। তবে হঠাৎ করেই এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
রাজবাড়ীর পুলিশ সুপার বলেছেন, যারা এই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারও একটি বিবৃতি দিয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।