
দেশের সংস্কৃতি রক্ষায় সরকার বদ্ধপরিকর: শারমিন মুরশিদ।
স্টাফ রিপোর্টারঃ
সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ গতকাল বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমাদের দেশের সংস্কৃতি ধ্বংস করা যাবে না।’ তিনি জানান, সরকার চায় জাতীয় উৎসবগুলো যেন আর কখনোই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো সম্প্রদায়, ঐতিহ্য কিংবা সংস্কৃতির বিকাশ ও প্রকাশে যেন কোনো অন্তরায় সৃষ্টি না হয়।
শারমিন মুরশিদ বলেন, ‘আমাদের সাধারণ মানুষ উৎসব নিয়ে কখনো অরাজকতা করে না। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে কলুষিত করা হয়।’
উপদেষ্টা আরও জানান, এই বছর পূজা নির্বিঘ্ন করতে তাঁর মন্ত্রণালয়ের প্রায় এক লাখ ৭৬ হাজার কর্মকর্তা-কর্মচারী সারাদেশের পূজা মণ্ডপে দায়িত্ব পালন করছেন।
এর আগে উপদেষ্টা শারমিন মুরশিদ কুমুদিনী প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে স্বাগত জানান টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এ সময় কুমুদিনী কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।