
প্রতারকদের ভিডিও করায় প্রাণ গেল সাংবাদিক তুহিনের
ডেক্স রিপোটঃ
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ফাঁদে ফেলে প্রতারণার চেষ্টার ভিডিও ধারণ করার কারণেই খুন করা হয়েছে। শনিবার গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাদশা নামের এক ব্যক্তিকে ‘হানিট্র্যাপ’ করার চেষ্টা করে একদল প্রতারক। বাদশা বাধা দিলে প্রতারকরা তাকে কোপানো শুরু করে। সাংবাদিক তুহিন তার পেশাগত দায়িত্বের অংশ হিসেবে এই ঘটনার ভিডিও করছিলেন। আসামিরা বিষয়টি দেখতে পেয়ে তুহিনকে ভিডিওটি মুছে ফেলতে বলে। তিনি রাজি না হওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে আটজনকে চিহ্নিত করা হয়েছে এবং বাকি একজনকেও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের একজন, মো. স্বাধীন, র্যা বের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।
পুলিশ কমিশনার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে এবং দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা হবে।
নিহত তুহিন ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে নিয়ে গাজীপুরে বসবাস করতেন।