
'বেহুলা সুন্দরী' রূপে জয়া আহসান: রহস্যময় ক্যাপশনে নেটদুনিয়ায় ঝড়
বিনোদন ডেক্স
অভিনেত্রী জয়া আহসান মানেই সোশ্যাল মিডিয়ায় (সামাজিক যোগাযোগ মাধ্যমে) যেন নতুন আলোচনার জন্ম। তাঁর সৌন্দর্য এবং অভিনয়ের জাদুতে মুগ্ধ দর্শকেরা তাঁর পোস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। সম্প্রতি ফেসবুকে ও ইনস্টাগ্রামে পোস্ট করা একাধিক দৃষ্টিনন্দন ছবি দিয়ে তিনি আবারও বিনোদন অঙ্গনে ঝড় তুলেছেন। এই ছবিগুলো অভিনেত্রীর ঐতিহ্যবাহী সাজ এবং এর রহস্যময় ক্যাপশনের কারণে এখন ভাইরাল।
শনিবার (৪ অক্টোবর) জয়া আহসান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে বেশ কিছু নতুন ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাঁর এথনিক (ঐতিহ্যবাহী) সাজ ছিল অত্যন্ত নজরকাড়া। শান্ত, মোহময়ী অভিব্যক্তিতে তিনি যেন রহস্য ও সৌন্দর্যের এক নতুন সমীকরণ তৈরি করেছেন।
তবে ছবিগুলোর চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে অভিনেত্রীর দেওয়া ক্যাপশনটি। জনপ্রিয় কোনো লোকগান বা আধ্যাত্মিক ধারার গানের একটি লাইন ব্যবহার করে ক্যাপশনে জয়া লিখেছেন—”তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী“।
‘সরোবর’ অর্থাৎ জলাশয়ে ‘বেহুলা সুন্দরী’র আগমন—এই কথাটিই যেন অভিনেত্রীর ছবির সঙ্গে মিলে এক এনিগম্যাটিক (রহস্যময়) আবহ তৈরি করেছে। ফোক বা পৌরাণিক থিমের ফটোশুটে ব্যবহৃত বিশেষ ধরনের পোশাকে জয়ার এই সাজ অনেকের মতেই বেহুলার চিরায়ত সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। তাঁর চোখের দৃষ্টি, মৃদু হাসি এবং নিখুঁত অঙ্গভঙ্গি ছবিগুলোকে দিয়েছে এক অন্য মাত্রা।
পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে উপচে পড়া প্রশংসা করেছেন অনুরাগীরা। অনেকেই ‘বেহুলা সুন্দরী’ ক্যাপশনের সঙ্গে তাঁর রূপের তুলনা করে লিখেছেন, “রূপের জাদুতে তিনি সত্যিই সরোবরে আসা এক বেহুলা সুন্দরী।”
বর্তমানে জয়া আহসান একই সঙ্গে ঢাকা ও কলকাতায় একাধিক চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কাজের ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এমন নান্দনিক পোস্ট ভক্তদের মাঝে তাঁর প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলছে।