
মতলব দক্ষিণে মাদকসহ আটক ৩।
বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকদের মধ্যে একজন মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অপর দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন ভাঙ্গারপাড় এলাকার জসিম উদ্দিন (৩৫) (মাদক সেবনকারী), একই এলাকার জুয়েল প্রধান (৩৫), নায়েরগাঁও ইউনিয়নের তাতখানা গ্রামের মোঃ জসিম উদ্দিন (৪৩)।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ইউএনওর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই পৃথক অভিযানগুলো পরিচালিত হয়। অভিযানে আটককৃতদের মধ্যে মতলব পৌরসভার ভাঙ্গারপাড়া এলাকার মাদক সেবনকারী জসীমউদ্দীনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দুই অভিযুক্ত— মোঃ জসিম উদ্দিন (৪৩) ও জুয়েল প্রধানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে চালানো এই অভিযানে তাতখানা গ্রাম থেকে আটক হওয়া জসিম উদ্দিনের (৪৩) কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভাঙ্গারপাড় গ্রামের জুয়েল প্রধানকে আটক করা হয় ৬০ পিস ইয়াবাসহ। এছাড়া মাদক সেবনকারী জসিম উদ্দিনের (৩৫) কাছ থেকে ২ পুড়িয়া গাঁজা উদ্ধার হয়। অভিযুক্ত দুজনের (জুয়েল প্রধান ও জসিম উদ্দিন, ৪৩) কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা এবং অন্যান্য সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে।
এসআই তরিকুল ইসলাম বাদী হয়ে আটক জুয়েল প্রধান ও মোঃ জসিম উদ্দিনের (৪৩) বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।