
মা ইলিশ রক্ষায় আলোচনাসভা ও নৌ র্যালি
স্টাফ রিপোর্টার:
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ উপলক্ষ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরের ঐতিহাসিক বড়স্টেশন (মোলহেড) এলাকায় আজ, ৪ অক্টোবর, এক সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য নৌ র্যালি আয়োজিত হয়েছে। সভায় বক্তারা মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত ২২ দিনের এই নিষেধাজ্ঞাকালে সকলকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অর্থাৎ ২২ দিন ধরে কার্যকর থাকবে।
সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর অঞ্চল নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন জামিউল হিকমা, নদী কেন্দ্র বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আমিরুল ইসলাম , চাঁদপুর সহ বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, মৎস্যজীবী (জেলে), গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা।
সভায় বক্তারা ইলিশ সম্পদ রক্ষায় এই সময়ে ডিম ছাড়ার সুযোগ দিতে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের পক্ষ থেকে জেলেদের জন্য দেওয়া সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। অভিযান চলাকালীন অবৈধভাবে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।

আলোচনাসভা শেষে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের নেতৃত্বে এক বিশাল নৌ র্যালি অনুষ্ঠিত হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলে প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সুসজ্জিত নৌকাগুলো বড়স্টেশন (মোলহেড) থেকে যাত্রা শুরু করে প্রমত্তা পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল পর্যন্ত প্রদক্ষিণ করে। র্যালিতে মা ইলিশ সংরক্ষণের বার্তা সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়, যা নদীর দুই পাড়ের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এই বছর রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনের ধারা বজায় রাখতে এবং দেশের মৎস্য অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে এই ২২ দিনের নিষেধাজ্ঞা যথাযথভাবে পালনের জন্য প্রশাসন বদ্ধপরিকর বলে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন তার বক্তব্যে উল্লেখ করেন