
সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে জিডি
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে।
ডা. মোফাজ্জল হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই তিন সাংবাদিকের ছবি পোস্ট করে তাদের ‘চাঁদাবাজ’, ‘ভুয়া নিউজ সৃষ্টিকারী’ এবং ‘সাংবাদিক লেবাসধারী’ হিসেবে মন্তব্য করেন। তার পোস্টে তিনি এদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।
এই মন্তব্যের প্রতিবাদে জাকির হোসেন (আমার দেশ), মোবারক হোসেন (গণমুক্তি) এবং নাঈম হোসেন (সকালের সময়) বুধবার (১ অক্টোবর) রাতে রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ডা. মোফাজ্জল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিকরা তার অফিসে এসে তাকে বিরক্ত করেছেন এবং চাঁদা দাবি করেছেন। এর প্রতিবাদেই তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত।
রায়পুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কর্মকর্তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেছেন, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রায়পুর থানার এসআই সুদীপ্ত নাথ দীপ্ত জানিয়েছেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং রোববার (৫ অক্টোবর) আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম ফজলুল হক বলেন, অসত্য সংবাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া গেলেও সাংবাদিকদের জড়িয়ে ফেসবুকে অপপ্রচার ছড়ানো ঠিক নয়। তিনি বিষয়টি তদন্ত করবেন।
সাংবাদিকদের নিয়ে কর্মকর্তার এমন মন্তব্যের ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে।