
স্বপ্নকর্মীর নমিনিকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩০ হাজার টাকার চেক হস্তান্তর।
স্টাফ রিপোর্টার:
উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সমর্থ্য উন্নয়ন ‘স্বপ্ন’ দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় ক্ষুদ্র স্বাস্থ্য বীমা সুবিধা হিসেবে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের প্রয়াত সাজেদা বেগম-এর নমিনিকে ৩০ হাজার টাকার চেক প্রদান করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
গতকাল বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) সাজেদা বেগমের মৃত্যুর দাবি বাবদ এই চেকটি তার ছেলে মো. সুমন-এর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদা কুলসুম মনি।
‘স্বপ্ন’ প্রকল্পের অধীনে থাকা স্বপ্নকর্মীরা এক বছরের জন্য এই ক্ষুদ্র স্বাস্থ্য বীমার সুবিধা পান। এই বীমার শর্ত অনুযায়ী, কোনো নারী উপকারভোগী মৃত্যুবরণ করলে তার নমিনি ৩০ হাজার টাকা সুবিধা পান। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে: বাৎসরিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলে ২০ হাজার টাকা, দুর্ঘটনার জন্য হাসপাতালে ভর্তি হলে ১০ হাজার টাকা, এবং বাৎসরিক বহির্বিভাগে ডাক্তারের পরামর্শ বাবদ ৫০০ টাকা, পরীক্ষা বাবদ ৫০০ টাকা ও ওষুধ বাবদ ১ হাজার টাকার সুবিধা।
চাঁদপুর জেলার মোট ৮৭০ জন উপকারভোগী নারী এই বীমা সুবিধার আওতায় রয়েছেন, যার মধ্যে ২৫ জন ইউনিয়ন ওয়ার্কার আছেন। সাজেদা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তার মৃত্যুর দাবি দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদা কুলসুম মনি এই গুরুত্বপূর্ণ চেকটি সঠিক সময়ে প্রদান করার জন্য প্রগতি লাইফ ইন্স্যুরেন্স-কে ধন্যবাদ জানান। প্রয়াত সাজেদা বেগমের ছেলে সুমন ও তার বোন ৩০ হাজার টাকার চেক হাতে পেয়ে খুশি প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্ন প্রকল্পের পক্ষে চাঁদপুর জেলার প্রকল্প সমন্বয়কারী মো. আলতাফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং প্রকল্প কর্মকর্তা নাসিমা খাতুন-সহ আরও অনেকে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মোহনপুর ইউনিয়নের ভাইস চেয়ারম্যানও উপস্থিত ছিলেন।