
আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই: শেখ ফরিদ আহমেদ মানিক
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাইমচরে বর্ণাঢ্য র্যালি
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচরে এক জমকালো র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) আলগী বাজার থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য র্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। র্যালির পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস বা ভূমি দখল করে, তবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।” তিনি আরও বলেন, “আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। তাই হাইমচরের মাটিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসী থাকবে না, আমরা এই শপথ গ্রহণ করেছি।” বিএনপির এই নেতা সন্ত্রাস দমনে দলের দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেন এবং সকল নেতাকর্মীকে মাদকমুক্ত থেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রতিবেশী দেশের প্রত্যক্ষ মদদে হত্যা করা হয়েছিল।” তিনি আরও বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করি, এবং সেই রাজনীতি জনগণের জন্য।”
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় এই অনুষ্ঠানটি পরিচালিত হয়।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি মোঃ খলিলুর রহমান গাজী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ খালেক খাঁন, মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল।
এছাড়াও ২নং উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাষ্টার, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, ৪নং নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মনির শিকদার, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি জিতু হাওলাদার।
উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ছৈয়দ আহম্মেদ গাজী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিরাজ হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব জহির মিয়াজী, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।