
উপাদী দক্ষিণ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করছেন নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ৭নং, ৮নং ও ৯নং ওয়ার্ডের দলীয় কার্যালয়ে (কোঠারাবন্দ চৌরাস্তা) এই কার্যক্রম শুরু হয়। বৃহত্তর মতলবের জনপ্রিয় নেতা এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ শুক্কুর পাটওয়ারীর পক্ষ থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, “আমরা আজ এম এ শুক্কুর পাটওয়ারীর পক্ষে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করছি।” তারা আরও বলেন, বিএনপি একটি বিশাল জনসম্পৃক্ত এবং ত্যাগ স্বীকার করা দল। আজকের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো নতুন সদস্য সংগ্রহ করা এবং পুরোনো সদস্যদের নবায়ন করা। নেতৃবৃন্দ সবাইকে সদস্য ফরম পূরণ করে দলে যোগদানের আহ্বান জানান এবং বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহের জন্য উৎসাহিত করেন। তারা আরও বলেন, “মতলবের জনগণের পছন্দের নেতা এম এ শুক্কুর পাটওয়ারী আমাদের দুর্দিনে সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমরা সবাই সদস্য হওয়ার মাধ্যমে দল, জনগণ এবং দেশের কল্যাণে কাজ করব।”
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক বজলুর রহমান পাটওয়ারী, উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সদস্য আলহাজ্ব সুলতান বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বিল্লাল হোসেন তপদার, ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মানিক খান ও সুজ্জত আলী, এবং ৯নং ওয়ার্ড বিএনপি নেতা জামাল বেপারী।
এছাড়াও, ৮নং ওয়ার্ড যুবদল নেতা প্রবাসী মামুন বেপারী ও প্রবাসী হেলাল মিজির সার্বিক সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মহসিন, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আনোয়ার খান, ৯নং যুবদলের সাবেক সহ-সভাপতি কামাল মিজি, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলাস মিজিসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।