
চাঁদপুরে 'লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন' এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
“রক্তদানে বাঁচবে প্রাণ, করবো মোরা রক্তদান” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন তাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার (গতকাল) হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এম. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘রক্তদান একটি মহৎ কাজ। একজন মানুষের জীবন বাঁচাতে সবচেয়ে জরুরি হচ্ছে সময়মতো রক্ত দেওয়া। এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সেই জরুরি মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে অসাধারণ ভূমিকা পালন করছে।’
লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুরের প্রধান উপদেষ্টা মোঃ রিয়াজ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ জিল্লুর রহমান (জুয়েল), উপদেষ্টা আব্দুর রহমান রিয়াদ এবং শাহজালাল পাটোয়ারী।
ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা-পরিচালক মোহাম্মদ মনির হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব হাফেজ মোঃ মহিউদ্দিন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহ্বায়ক মোঃ রিয়াদ সিকদার।
অনুষ্ঠানে রক্তদানে বিশেষ অবদান রাখা স্বেচ্ছাসেবক এবং অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়। যারা দশবারের বেশি রক্তদান করেছেন, তাদের বিশেষভাবে সম্মান জানানো হয়। এসময় চান্দ্রা বাজার ব্লাড ডোনার কমিউনিটির সভাপতি মুহাঃ মোজ্জাম্মিল হোসাইন এবং শুভাকাঙ্ক্ষী মামুনুর রশিদ সহ অন্যান্য বক্তারাও রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ রিয়াদ শিকদার, সদস্য সচিব হাফেজ মাওলানা মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন, মোঃ জাহিদুল ইসলাম, সদস্য মোঃ মোবারক, মোঃ সাকিব, মোঃ সোহেল, মোঃ নাহিদ, মোঃ সিয়াম সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা। এই সফল আয়োজন লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুরকে আরও উজ্জীবিত করেছে বলে তারা জানান।