
চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ: চ্যাম্পিয়ন মতলব উত্তর।
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা দল।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সাড়ে ৩টায় হাজারো দর্শকের উপস্থিতিতে মতলব উত্তর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা দলের মধ্যে ফাইনাল খেলা শুরু হয়। গোটা স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে প্রায় দশ হাজারেরও বেশি ফুটবলপ্রেমী এই রোমাঞ্চকর ম্যাচটি উপভোগ করেন।
ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দল মতলব উত্তরের খেলোয়াড় মো. সাকিব হোসেন। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ সেরা খেলোয়াড় নির্বাচিত হন মতলব উত্তরের মো. ওমর সানি মুন্সী। অন্যদিকে, দুই গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন ফরিদগঞ্জের তারিকুল ইসলাম।
জেলার ৮টি উপজেলার অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল ২০ হাজার টাকা এবং রানারআপ দল ১৫ হাজার টাকা লাভ করে। সেরা খেলোয়াড়কে প্রদান করা হয় ৫ হাজার টাকা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “জেলা প্রশাসক গোল্ডকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি আমাদের তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখার এক অনন্য প্রয়াস। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও মানবিক করে তোলে। আগামীতে আরও বড় পরিসরে এই খেলার আয়োজন অব্যাহত থাকবে।”
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব তার বক্তব্যে বলেন, “খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ক্রীড়াবিদ ও হাজারো ফুটবলপ্রেমী দর্শক।