
ঝালকাঠিতে 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতির বৈষম্যবিরোধী সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন এক অন্ধকার অধ্যায়। তিনি শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের চেতনা ধরে রাখতে প্রশাসন ও জনগণের মধ্যে আস্থা, সহযোগিতা এবং দায়বদ্ধতা গড়ে তোলার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর। এছাড়া জেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।