
বেগম খালেদা জিয়ার জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশে এই কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয়ভাবে মগবাজারের গুলফেসা ভবনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং সঞ্চালনা করেন মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে, তবে দেশবাসীর দোয়া ও আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। তিনি খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং ড্যাবের নতুন কমিটিকে অভিনন্দন জানান। এতে ড্যাবের অন্যান্য সিনিয়র চিকিৎসক ও নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।