
রামপুর ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন।
মহসীন আলম, চাঁদপুর সদরঃ
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকেলে বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। রামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি এবং এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ডিএম শাহজাহান। তিনি তার বক্তব্যে বিএনপিকে একটি বিশাল জন-সম্পৃক্ত দল হিসেবে অভিহিত করেন এবং নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা সবাই ফরম পূরণ করে নতুন করে সদস্য হবো। বিশেষ করে আমাদের মা ও বোনেদের বলছি, আপনারা নিজেরা সদস্য হবেন এবং বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ করবেন। যাতে ভবিষ্যতে আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক এমপি হলে আপনারা তার কাছে গিয়ে দাঁড়াতে পারেন। যারা সদস্য হবেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসলে তারা সকল সুযোগ-সুবিধা পাবেন।”
ডিএম শাহজাহান আরও বলেন, “শেখ ফরিদ আহমেদ মানিক আমাদের দুর্দিনের অন্যতম কান্ডারী। তার জন্য এখনই কিছু করার সময়। তাই আমরা সদস্য হওয়ার মাধ্যমে তার জন্য এখনই কাজ শুরু করবো।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তালিম হোসেন পাঠান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলী ঢালী।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ জসিম পাটওয়ারী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন সাগর, এবং সদস্য জাকির হোসেন তালুকদার।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ শরীফ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি তারেক হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিজি, যুব বিষয়ক সম্পাদক এম আই খলিল, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল গাজী, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, ইউনিয়ন যুবদলের সভাপতি জুলাস হোসেন বেপারী, সাধারণ সম্পাদক কাউছার পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহাবুব মিজি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী, এবং ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক দুলাল পাটওয়ারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, মৎসজীবী দল, এবং মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।