
হাইমচরে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি করল লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
গত ( ২০ আগস্ট) বুধবার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এম. আবদুল্লাহ আল মামুন। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা রিয়াজ হোসেন ও উপদেষ্টা আব্দুর রহমান রিয়াদ উপস্থিত ছিলেন। হাইমচর থানায় বৃক্ষরোপণের সময় ওসি (তদন্ত) মো. শাহ আলমও উপস্থিত ছিলেন।কর্মসূচির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২১ আগস্ট) হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী এবং সংগঠনের প্রধান উপদেষ্টা রিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।
লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুরের আহ্বায়ক রিয়াদ শিকদারের নেতৃত্বে সংগঠনের সদস্যরা হাইমচর উপজেলার বিভিন্ন সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা মনির হোসেন জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।