
হাইমচরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ সন্তানের বাবার মৃত্যু
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহেদ হোসেন গাজী (৩৫) নামে এক মৎস্য আড়ৎ ব্যবসায়ীর ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি হাইমচরের পশ্চিম চর কৃষ্ণপুরের বাসিন্দা এবং কাটাখালী মাছ ঘাটের মৎস্য আড়ৎ ব্যবসায়ী আলহাজ্ব লুৎফর রহমান গাজীর বড় ছেলে।
পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাত ১টার দিকে তাদের অন্য একটি বালি বিক্রির ব্যবসা প্রতিষ্ঠানে বালু নামানোর পর পানি নিষ্কাশনের মোটরের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহেদ। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহেদ হোসেন গাজী মৃত্যুর সময় বাবা, মা, স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। অল্প বয়সে শাহেদ হোসেনের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন।
হাইমচর থানা পুলিশ এসআই ফারুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানিয়েছে।