হাইমচর(চাঁদপুর)প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রশাসনের পক্ষ থেকে খেজুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের হাতে খেজুরের প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রান্না পাপ্পু, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলামসহ আরও অনেকে।
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, সরকারি অনুদান ১৪০ কেজি খেজুর উপজেলার ১৮টি মাদ্রাসা ও এতিমখানায় পর্যায়ক্রমে বিতরণ করা হয়েছে।
ইউএনও উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, “পবিত্র রমজান মাসে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। এই সামান্য উপহার তাদের রমজানের ইফতারে কিছুটা হলেও কাজে আসবে।”
মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং শিক্ষার্থীরা প্রশাসনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।