
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরের একমাত্র সংবাদপত্র এজেন্ট ‘পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির’ ম্যানেজার কানু রাউত ২০ অক্টোবর সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এজেন্টের পরিচালক জসীম মেহেদী জানান, প্রতিদিনের মতো এদিন ভোরেও কানু রাউত (কানু মামা) তাঁর কর্মস্থল কোর্ট স্টেশনস্থ পত্রিকা এজেন্টে আসেন। হকারদের মাঝে সকালবেলা পত্রিকা বুঝিয়ে দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অন্যদের সহযোগিতায় দ্রুত তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরে তাঁর মরদেহ চাঁদপুর শহরের পুরান আদালত পাড়াস্থ বাসভবনে নিয়ে যাওয়া হলে আত্মীয়-স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীদের আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে। দুপুর ১২টায় মরদেহ চাঁদপুর কালীবাড়ি মন্দিরে রাখা হয় এবং দুপুর ১:৩০ টায় চাঁদপুর পৌর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
জসীম মেহেদী গভীর শোক প্রকাশ করে জানান, মরহুম নূর নবী পাটোয়ারীর পিতা মরহুম তছলিম পাটোয়ারীর আমল থেকে দীর্ঘ ৩৫ বছর যাবত কানু রাউত অত্যন্ত সৎ, নিষ্ঠা ও আদর্শের সাথে এই প্রতিষ্ঠানে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে পত্রিকা এজেন্টের অপূরণীয় ক্ষতি হলো।
এদিকে কানু রাউতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাটোয়ারী নিউজ পেপার এজেন্টের পরিচালক জসীম মেহেদী ও শুভ পাটোয়ারী, চাঁদপুর সংবাদপত্র হকার সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক কবির ও সাংগঠনিক সম্পাদক জামাল পাটোয়ারীসহ সমিতির সকল নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরো খবর দেখুন: https://banglaralo24tv.com/e-passport-service-to-be-launched-in-missions-abroad-by-december-home-affairs-advisor/