
হাইমচরে দু’জন কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
বদলিজনিত কারণে চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসনের দু’জন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায়ী কর্মকর্তারা হলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী এবং উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহমান।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী নুর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক দাস। বক্তারা বিদায়ী কর্মকর্তাদের জনসেবায় আন্তরিকতা ও কর্মদক্ষতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিদায়ী দুই কর্মকর্তাকে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা সহ উপহার প্রদান করেন উপস্থিত অফিসার বৃন্দ।
জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী নতুন কর্মস্থল হিসেবে কক্সবাজারের রামু উপজেলা ভূমি অফিসে যোগদান করবেন। এছাড়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহমান এর নতুন কর্মস্থল লক্ষ্মীপুর জেলা পল্লী সঞ্চয় ব্যাংক অফিস।