
আন্তর্জাতিক পর্ন তারকা যুগল বান্দরবানে গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
দেশে অবস্থান করে আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে সক্রিয় থাকার অভিযোগে আলোচিত এক বাংলাদেশি যুগলকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট আজ সোমবার ভোররাতে বান্দরবানের বালাঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মুহাম্মদ আজিম (২৮), (চট্টগ্রাম) এবং বৃষ্টি (২৮), (মানিকগঞ্জ)।সিআইডি জানায়, মাত্র এক বছরের মধ্যে এই যুগল আন্তর্জাতিক পর্ন তারকাদের র্যাঙ্কিংয়ে বিশ্বের মধ্যে অষ্টম স্থানে উঠে এসেছিল। ২০২৪ সালের মে মাসে তাদের প্রথম ভিডিও প্রকাশের পর এ পর্যন্ত ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে।
এই যুগল শুধু নিজেরাই ভিডিও তৈরি করতো না, বরং টেলিগ্রাম ও অন্যান্য সামাজিক মাধ্যমে নতুন ক্রিয়েটর যুক্ত করার জন্য অন্যদের প্রলুব্ধ করতো। নতুনদের যুক্ত করলে নগদ অর্থ প্রদানের বিজ্ঞাপনও দিতো তারা।
এসময় তাদের কাছ থেকে পর্ন ভিডিও তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।